স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহের এমপিওভুক্তিরজন্য আগামী ০৩ জুলাই ২০২৫ তারিখ সকাল ৯.০০ টা থেকে ১০ জুলাই ২০২৫ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd)
অথবা— মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dme.gov.bd)
অথবা— বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ Online Ebtedie MPO Application
এই লিংকসমুহের মাধ্যমে আবেদন করা যাবে।
তবে এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোন দপ্তরে গ্রহণ করা হবে না।মাদ্রাসাসমূহ এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
উল্লেখ্য এমপিও ভুক্তি, মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা “ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫” অনুযায়ী নির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।